
মাসুদ রানা: সুজানগর প্রতিনিধি:
পাবনার সুজানগরে ঈদের কেনাকাটা জম জমাট হতে শুরু করেছে এবং ঈদকে সামনে রেখে শপিংমলগুলো আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।উচ্চবিত্তরা কেউ কেউ শহর মুখী হলেও বাকি সবাই উপজেলার বিভিন্ন বাজার থেকে শপিং করছে।
২ এপ্রিল ( মঙ্গলবার ) সুজানগর উপজেলার বৃহত্তর চিনাখড়া বাজারের ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এবারের ঈদে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে থ্রিপিচ। দামের দিক থেকে গর্জিয়াস থ্রিপিচ ১৫০০-২০০০টাকা এবং সুতি থ্রিপিচের ৬০০-১২০০ টাকার মধ্যে চাহিদা রয়েছে। এছাড়াও দেশীয় কাপড়ের পাশাপাশি ভারত ও পাকিস্তানের হরেক নামে বিক্রি হচ্ছে বাহারি পোশাক। এছাড়া ছেলেদের জন্য পাঞ্চাবী, প্যান্ট-শার্ট, টি শার্ট, ছোট ছোট ছেলেমেয়েদের নতুন নতুন ডিজাইনের পোশাক বিক্রি হচ্ছে । তবে অনেক ক্রেতারা বলছেন কাপড়ের দাম বেড়েছে।
একইদিনে থ্রি পিস বিক্রেতা ফ্যামিলি ফ্যাশনের স্বত্বাধিকারী মাসুদ রানা জানায়,শাড়ি নারীদের পছন্দের তাকিকায় থাকলে ও এবারের ঈদ কেনাকাটায় থ্রিপিচের দিকে নজর দিচ্ছে বেশি। সবমিলে থ্রিপিচ এমন একটি পোশাক সারা বছর ব্যবহার করা যায় এবং নারীদের স্মার্ট, সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।





























