
মাসুদ রানা : সুজানগর
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়ায় কিশোরী ধর্ষণ মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোস্তফাকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। সোমবার ভোর রাতের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত গেদের আলীর ছেলে। আসামী মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে ওই কিশোরীর সঙ্গে স্থানীয় ভাটপাড়া গ্রামের বারেক নামে এক যুবকের পরিচয় ও যাতায়াত ছিল। এবং ঘটনার দিন গত ১৭ ই মে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে বারেক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে এসেছে এমন খবর পেয়ে আমি সহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হাতেনাতে ধরার চেষ্টা করি। এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, ঘটনার সঠিক এবং বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে মোস্তফাকে রিমান্ড চাইবে পুলিশ। উল্লেখ্য, এ মামলার বাদী ওই কিশোরীর নানী বারেক কে প্রধান আসামি করে ১৮ই মে থানায় মামলা দায়ের করেন।





























