
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন,পিপিএম সাংবাদিকদের সাথে সরাসরি মতবিনিময়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার অপরাধ পরিস্থিতি, জননিরাপত্তা ও প্রশাসনিক উদ্যোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হয়ে বলেন,গণমাধ্যম সমাজের আয়না। প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি জেলার চলমান সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো জানতে চান এবং তা সমাধানে প্রশাসনের অবস্থান তুলে ধরেন।
মতবিনিময়ে সাংবাদিকরা নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা,অবৈধ বালু ও পাথর উত্তোলন, সীমান্তবর্তী চোরাচালান,শহরের যানজট,মাদকের বিস্তার,অনলাইন জুয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিং ও ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে সরব হন।
পুলিশ সুপার দৃঢ় কণ্ঠে বলেন, “নির্বাচনে কোনো দল নয়—আইনের পক্ষেই থাকবে পুলিশ।তিনি জানান,অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে ১১ জনের নামে মামলা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার—জিরো টলারেন্স। সমাজ ধ্বংসকারী এই নীরব ঘাতকের বিরুদ্ধে জেলা পুলিশ আপসহীন।এছাড়া অনলাইন জুয়া, কিশোর গ্যাং,ইভটিজিং ও যানজট নিয়ে জেলা পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন।
সভা শেষে সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন,নতুন পুলিশ সুপারের নেতৃত্বে সুনামগঞ্জে অপরাধ দমনে গতি আসবে এবং জননিরাপত্তা জোরদার হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





























