
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওর—দেশের অন্যতম পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)—আজ গভীর পরিবেশগত হুমকির মুখে। হাওরের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রংচি হিজল বাগান পরিকল্পিত আগ্রাসন ও অবৈধ দখলের ফলে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,একটি স্বার্থান্বেষী মহল কৌশলে হিজল গাছের গোড়ালি কেটে ও গোড়ার মাটি সরিয়ে গাছগুলোকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গাছ নিধনের পর বাগানের ভেতরে অবৈধভাবে কৃষিজমি তৈরি করে ধান চাষ শুরু করা হয়েছে। এতে হাওরের স্বাভাবিক পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের উত্তাল ঢেউ সরাসরি আঘাত হানার ঝুঁকিতে পড়ছে হাওরপাড়ের গ্রামগুলো।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, রংচি হিজল বাগান কেবল প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়—এটি টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত নিরাপত্তার একটি প্রাকৃতিক ঢাল।বর্ষাকালে এই বাগান ঢেউ ও স্রোতের আঘাত থেকে গ্রাম রক্ষা করে, মাছ ও জলজ প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিত করে এবং অতিথি পাখির প্রজনন ও আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আইন অনুযায়ী,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA) ঘোষণা করা হয়েছে। এই আইনের আওতায় গাছ নিধন, ভূমি দখল ও যেকোনো ক্ষতিকর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাস্তব চিত্র ভিন্ন—আইনের কার্যকর প্রয়োগ না থাকায় স্বার্থান্বেষীদের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে।স্থানীয় জেলে ও কৃষকদের আশঙ্কা, হিজল বাগান ধ্বংস হয়ে গেলে হাওরপাড়ের রংচি গ্রাম সরাসরি পানির আঘাতে ক্ষতিগ্রস্ত হবে।এতে শুধু প্রকৃতি নয়, হাওরনির্ভর মানুষের জীবিকা ও অস্তিত্বও চরম হুমকির মুখে পড়বে।
রংচি গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। রংচি হিজল বাগানকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে আগ্রাসন বন্ধ না করলে গ্রাম ও হাওর—দুটোই বিপর্যস্ত হবে।
টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আল আমিন বলেন, “টাঙ্গুয়ার হাওরে যে কয়েকটি হিজল বাগান এখনও টিকে আছে, তার মধ্যে রংচি হিজল বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাগান ধ্বংস হওয়া মানে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ আঘাত।
পরিবেশবিদদের আশঙ্কা, দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেওয়া হলে টাঙ্গুয়ার হাওরের এই মূল্যবান প্রাকৃতিক ঐতিহ্য অচিরেই ইতিহাসে পরিণত হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন বিষয়টি আমি শুনেছি অতিদ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























