
আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান বেহাল দশাতেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আস্থা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীতেই। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে তিনিই থাকছেন। উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদবদলও আর হচ্ছে না।
যদিও গুঞ্জন ওঠেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার এবং উপদেষ্টা পরিষদে নতুন দুজন সদস্য যুক্ত করার। কিন্তু মেয়াদের শেষপর্যায়ে কোনো ধরনের রদবদলে যাবে না অন্তর্বর্তী সরকার। আগামীতেও পরিবর্তনের সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব নেওয়ার পরে অনেক ভালোভাবে কাজ হচ্ছে। তিনি সৎ মানুষ। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ছড়িয়ে পড়া গুঞ্জন বাস্তবায়িত হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা পদে জাহাঙ্গীর আলম চৌধুরী থাকবেন এবং জাতীয় নির্বাচনে সব দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কিছু কর্মকর্তা রূপালী বাংলাদেশকে বলেন, এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে একটি গুঞ্জন ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উপদেষ্টার দায়িত্বে কোনো পরিবর্তন হচ্ছে না।
সুতরাং এখন অনেকটাই নিশ্চিত যে, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আর হচ্ছে না।







































