
স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রায়পুরা উপজেলা চত্বরে রায়পুরা পূজা উদযাপন ফ্রন্ট ও রায়পুরা হিন্দু মহাজোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, প্রাণতোষ কর্মকার ছিলেন এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার আয়ে পরিবার পরিচালিত হতো। রাতের আঁধারে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। পাশাপাশি নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু, যুবদলের সদস্য সচিব নূর আহমেদ মানিক, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা পনির হোসেন, রায়পুরা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মিঠু বর্মন, রায়পুরা হিন্দু মহাজোটের সভাপতি শীতল দাস, সাধারণ সম্পাদক নারায়ণ দাস, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার (৪২) কে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।





























