
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
আবারও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন অষ্টগ্রাম থার অফিসার ইনচার্জ (অসি) জনাব রুহুল আমিন । এ নিয়ে তিনি টানা তৃতীয়বার (সেপ্টেম্বর /২৫ ও অক্টোবর / ২৫নভেম্বর /২৫) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন । অষ্টগ্রাম থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, অবৈধ মাদক উদ্ধার, চুরি, ছিনতাই নিয়ন্ত্রন , গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতার জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধার ক্ষেত্রে অবদান রাখায় অভিন্ন মানদন্ডের আলোকে তিনি জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও একই থানার এসআই (নি:) একেএম এবং এএসআই (নিঃ) শেখ ফজলুল করিম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন । অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার সার্কেল জনাব তৃনা মন্ডল এবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন । আজ ০১ ডিসেম্বর২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ০৯:০০ ঘটিকায় জেলার পুলিশ লাইন্সের ড্রিলসেডে জেলার পুলিশ সুপার ডক্টর জনাব ফরহাদ হোসেন তাদেরকে এই পুরস্কারে ভূষিত করেন ।
এই অর্জনের মাধ্যমে অষ্টগ্রাম থানা আবারও জেলার শ্রেষ্ঠদের তালিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। যা থানার সার্বিক সাফল্য ও পুলিশ সদস্যদের আন্তরিকতার প্রতিফলন।





























