
রহমত মন্ডল, তারাগঞ্জ (রংপুর )প্রতিনিধিঃরংপুরের তারাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুর ১২.১০ ঘটিকায় তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুহুল আমিন (২৭) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রুহুল আমিন ইকরচালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন । এবং সে ইকরচালি (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে ।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রুহুল আমিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হয়ে বলেন , নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।





























