
আজিজুল ইসলাম:
ময়মনসিংহের মুক্তাগাছার কৃতি সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে একটি প্রতিকৃতি চিত্রকর্ম উপহার দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের লেখা ও সম্পাদিত একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থও বিএনপি চেয়ারম্যানের হাতে তুলে দেন।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ উপহার প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় ড. হীরা সোবহান তার আঁকা তারেক রহমানের প্রতিকৃতি চিত্রকর্মের পাশাপাশি নিজের লেখা গ্রন্থ “চির ভাস্বর শহীদ জিয়া” (কমলকথা ১ ও ২ খণ্ডের সংশোধিত সংস্করণ), যা আগামী ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হওয়ার কথা রয়েছে, এবং তাঁর সম্পাদিত “শিল্পকথা” (রক্তিম জুলাই–আগস্ট ২০২৪ বর্ষপূর্তি সংখ্যা) তুলে দেন।
উপহার প্রদানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জাতীয় শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এ সময় ড. হীরা সোবহান উপহার গ্রহণ করার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই দিন তিনি গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে যোহরের নামাজ আদায় করেন এবং পরবর্তীতে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
ড. হীরা সোবহান বলেন, একজন সাবেক ছাত্রদলের কর্মী হিসেবে তারেক রহমানের সহজ-সরল ও অমায়িক আচরণে তিনি গর্বিত ও আবেগাপ্লুত। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান হয়েও তারেক রহমানের ব্যক্তিত্ব ও ব্যবহার তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, এই সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান তাঁর জীবনের একটি স্মরণীয় ও অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।





























