
মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাসে জেলা ঔষধ প্রশাসনের আয়োজনে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ বিষয়ক অবহিতকরণ ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১২ টায় উপজেলার বাতাকান্দি বাজারে অবস্থিত ডিং ডং রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উক্ত সভায় উপস্থিত ব্যবসায়ীগণকে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও তার শাস্তি, নকল, ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন জেলা ড্রাগ সুপার মো.শাহজালাল ও ড্রাগ ইন্সপেক্টর কাজী মো.ফরহাদ।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সভাপতি কামাল হোসেন কালাম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর, সহ-সভাপতি আবু নাসের, ইমামুল হক ইমন, বাতাকান্দি বাজার কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালামসহ সকল ফার্মাসিস্ট।





























