
জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ লক্ষ্যে ম্যাজিস্ট্রেট ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে দিন-রাত যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে। জনমনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ সড়ক, শহরের ব্যস্ত এলাকা ও বিভিন্ন মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এককভাবে বিজিবির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই যৌথ টহল পরিচালিত হচ্ছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি চালানোসহ চলাচলরত ব্যক্তিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোবাইল ও স্ট্যাটিক টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী জনপদগুলোতেও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ কার্যক্রম নির্বাচনকালীন সময় জুড়ে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।




























