
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডালিমের মোড় এলাকায় ফসলি কৃষিজমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির উর্বরতা নষ্ট করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উলিপুর সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফসলি কৃষিজমি থেকে এক্সকেভেটর দিয়ে গভীরভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, যা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর।
ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(ছ) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার মন্ডলের হাট বুড়া–বুড়ি আঠারোপাইকা এলাকার সাইফুল ইসলাম ও কুড়িগ্রাম সদর বক্সিপাড়া এলাকার মামুন হাসান।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন,“কৃষিজমির উর্বরতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই কাম্য না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি ফসলি জমি কেটে মাটি বিক্রি করে আসছে, এতে কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং চাষাবাদের ক্ষতি হচ্ছে। তারা মনে করেন, প্রশাসনের এ ধরনের অভিযান কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্যদেরও সচেতন করবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উলিপুরে কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।





























