
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উলিপুর উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে ৩১ ডিসেম্বর অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে গুনাইগাছ ইউনিয়নে মাটি কাটার অপরাধে মো: লানজু সরকার (রুপার খামার, ধরণীবাড়ি),কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক)(গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তবকপুর ইউনিয়নে মো: আব্দুল মান্নাফ (তবকপুর, কুড়িগ্রাম) কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





























