
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত বিষয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনেরপ্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল ইসলাম, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েল, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা নির্বাচন অফিসার প্রনব সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া সহ কুড়িগ্রাম-৩ আসনের সকল প্রার্থী।মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে সম্ভাব্য ঝুঁকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণভোটের গুরুত্ব ও প্রচারণা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।




























