
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিবে জনগণ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপরেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে। দেশের মানুষের মালিকানা তাদের ফিরিয়ে দিতে হবে।
এ সময় মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার মাধ্যমে আগামীতে বাংলাদেশকে সব ধর্ম-বর্ণের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।







































