
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) তাড়াইল কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা দামিহা ইউনিয়নেের কাছিলাহাটি গ্রামের কালভার্ট ভাঁঙা যেন মৃত্যুর ফাঁদ। যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে দামিহা ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। তাড়াইল টু দামিহা এলজিইডি কর্তৃক নির্মিত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা। যে রাস্তা দিয়ে ইটনা উপজেলাসহ পার্শবর্তী কয়েকটি ইউনিয়নের লোকজন প্রতিদিন যাতায়াত করে। মালমাল নিয়ে রাত নিশিতেও চলাচল করে অনেক পরিবহন। গত বেশ কিছুদিন আগে কাছিলাহাটি হাদিস মিয়ার বাড়ীর কাছের এই কালভার্টটি একপাশ ভেঙ্গে যাওয়ায় এখন তা মৃত্যেু ফাঁদে পরিনত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে ভেঙে যাওয়া কালভার্টের কারণে দীর্ঘদিন যাবত জনগণ ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসি বিশেষ সতর্কতা অবলম্বন করেও প্রতিনিয়ত ছোটখাটো দূর্ঘটনার শিকার হচ্ছে। তাছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে অসংখ্য স্কুল কলেজের ছাত্রছাত্রী, গর্ভবতী মহিলাসহ অসংখ্য অসুস্থ যাত্রী। অপরিচিত চালকরা যে কোন সময় বড় বিপদ বা দূর্ঘটনার শিকার হতে পারে। এতে ব্যাপক জানমালের ক্ষতির আশংকা রয়েছে। তাই এলাকাবাসি ও সচেতন সমাজ এই ভাঙ্গা কালভার্টের দ্রুত মেরামতের দাবি জানান।
রাহেলা গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক ইউসুফ রুবেল বলেন- এটা একটা মৃত্যেু ফাঁদ। এখানে যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। তাই কালভার্টটি দ্রুত মেরামতে দাবি জানায়।
উক্ত বিষয়ে দামিহা ইউনিয়নের চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাবের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা মোবাইলটি বন্ধ দেখায়।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ( এলজিইডি) জাহিদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি অনেক আন্তরিক ভাবে বলেন- রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোনরকম বাজেট না থাকা সত্বেও জনগণের ভোগান্তির কথা চিন্তা করে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আগামীকাল আগামি কাল থেকেই কাজ শুরু করার কথা জানান।




































