
দিল্লির মেয়ে তৃপ্তি দিমরি এখন বলিউডের সেনসেশন। নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কালা’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। এরপর গেল বছর ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে নির্মাতাদের পছন্দের তালিকায় চলে আসেন তিনি। ভারতবর্ষের তরুণ দর্শকের হৃদয়ে ঝড় তুলে পরিণত হয়েছেন ক্রেজে।
যার জের ধরে বেড়েছে তার চাহিদা। এ বছর বেশ ব্যস্ততায় কাটবে অভিনেত্রীর। তিনি এখন পর্যন্ত তিনটি হিন্দি সিনেমা ও একটি তেলেগু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সবগুলো সিনেমা নিয়েই চলছে তার ব্যস্ততা। এর মধ্যে নির্মাতা রাজ শাণ্ডিল্যর ‘ভিকি ভিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ শুটিং ইতোমধ্যেই শেষের দিকে তার।
এই সিনেমা দিয়ে তিনি প্রথমবারের মতো রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। সিনেমার শুটিং শেষ পর্যায়ে হওয়ায় সম্প্রতি মুম্বাই ফিল্ম সিটিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নিজের চরিত্র ও এ বছরের ব্যস্ততা নিয়ে তৃপ্তি কথা বলেন। তার ভাষ্য, অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তবে ২০২২-২৩ সালটি আমার জন্য দুর্দান্ত কেটেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। ইন্ডাস্ট্রির নির্মাতারাও আমাকে কাজের সুযোগ করে দিচ্ছেন। বিষয়টিও আমি কাজে লাগাতে চাই। এ বছর এখন পর্যন্ত আমার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। মুক্তির তালিকায় থাকা প্রথম সিনেমা নির্মাতা রাজ শাণ্ডিল্যর ‘ভিকি ভিদ্যা কা ও ওয়ালা ভিডিও’। ৪ মে সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। কমেডি ড্রামা ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমায় আমি রাজকুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। গল্পটি অসম্ভব সুন্দর। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। তবে এ বছর আমাকে দর্শক বিভিন্ন রূপে পর্দায় দেখতে পাবেন। ইতোমধ্যেই চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। প্রতিটি চরিত্র একটি অন্যটির থেকে আলাদা। তাই চমক থাকবে প্রতিনিয়ত।
বলিউডে তৃপ্তির অভিষেক হয় ২০১৭ সালে ‘মম’ ও ‘পোস্টার বয়েজ’ সিনেমার মাধ্যমে। দুটি দিনেমাতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘লাইলা মজনু’, ‘বুলবুল’ ও ‘কালা’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। ইতোমধ্যেই ২০২৪ সালে দুটি সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমা দুটির নাম ‘মেরে মেহবুব মেরে সনম’ ও ‘ভিকি ভিদ্যা কা ও ওয়ালা ভিডিও’।







































