
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। এক পর্যায়ে ইনু হেসে মেননকে লক্ষ্য করে বলেন, দিন আমাদেরও আসবে। এ সময় তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেন মেননও।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী-এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য আওয়ামী লীগের সহযোগী দুটি দলের নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে তোলা হয়। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন।
এ সময় পাশে দাঁড়িয়ে ইনুও যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী-এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতে, কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা। শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন।
এদিন শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে গেছেন ইনু ও মেনন।







































