
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এম এস খোকনের কন্ঠে রিলিজ হতে যাচ্ছে রেশমী চুড়ি। গানটির গীতিকার এবং সুরকার -
নিশাত সেলিম আকন্দ । DSB sangeet youtube চ্যানেলের ব্যানারে রিলিজ হতে যাচ্ছে। গানটির ডিরেক্টর - বিল্লাল হোসাইন, প্রডিউসার ডি এস বি - মাসুম, প্রডাকশন - ডি এস বি মাসুম, মডেল - শ্রবণ চৌধুরী, নাজমুল এবং ঈশা মনি
মিউজিক ডিরেক্টর- জামিউল হাসান।
গান নিয়ে কথা বলার সময় শিল্পী এম এস খোকন বলেন, প্রতি ঈদেই চেষ্টা করি নিজের গাওয়া কিছু গান দর্শকদের জন্য উপহার দিতে। তাই এই ঈদুল ফিতরে আমার গাওয়া রেশমী চুড়ি গানটি দর্শকদের উপহার হিসেবে দিতে পারবো বলে নিজেকে ধন্য মনে করেছি। আর ডিএসবি সংগীত সব সময় দর্শকদের পছন্দের গান নিয়ে হাজির হয়। ডিএসবি সংগীত দর্শকদের সব সময় নতুন নতুন গান দিতে পছন্দ করে। তাদের ব্যানারে অনেক গানই আসে। আর এই গানটির সুর এবং লেখা অনেক সুন্দর হয়েছে। যা দর্শকশ্রোতাদের মন কাড়বে বলে আমি আশাবাদী। আমি সব সময় চেষ্টা করে যাই যাতে আমার দর্শকরা সব সময় গান শুনে খুশি হয়। এই জন্য আমি সময় নিয়ে গান করি। কিন্তু গানের মাধুর্য থাকতে হবে। আর এই গানটিতে রয়েছে একটি মাধুর্যতার ছোয়া। আর গানের মডেলরাও অনেক পরিচিত মুখ। তাদের মডেল দর্শকরা অনেক পছন্দ করবে বলে আমি সম্পুর্ন আশাবাদী।







































