
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে আগুন পোহানোর সময় পরিধেয় কাপড়ে আগুন লেগে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে রোববার সকাল আটটার দিকে তিনি মারা যান।
নিহত আনোয়ারা বেগম ওই এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, প্রচণ্ড শীতের কারণে আনোয়ারা বেগম রান্নাঘরের চুলার সামনে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।





























