
শফিকুল স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ড চাপুলিয়া এলাকা উঠান বৈঠকের মাধ্যমে নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন গাজীপুর-০২ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা মোহাম্মদ হোসেন আলী বলেন আমাদের কর্মীরা দেশের কোথাও চাঁদাবাজি, দখলবাজিতে নেই। আমাদের কর্মীরা হাটবাজার, জলমহাল, বালুমহাল দখলে ঝাঁপিয়ে পড়েননি। দেশের কোথাও আমাদের কেউ এসব করছেন না। আমাদের কর্মীরা মামলা ও গ্রেফতার বাণিজ্যে জড়িত নেই। তারা জানেন, এগুলো হারাম।’
‘আমাদের সন্তানরা রাস্তায় নেমে ন্যায়বিচার চেয়েছে, তারা বৈষম্যহীন সমাজ চেয়েছে। এত রক্ত দিয়ে যারা আমাদের মুক্ত পরিবেশ দিয়েছে, তাদের স্বপ্নপূরণ করতে হবে। তারা পচা সমাজ চায় না। তারা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়। তাই পরস্পরকে সম্মান ও মর্যাদা দিয়ে বৈষম্যহীন, মানবিক দেশ গড়তে হবে। জামায়াতে ইসলামী সেই দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে জনগণ ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়।’
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন,মোঃ মাহফুজুর রহমান আমির ২৪ নং ওয়ার্ড, মোঃ মোশাররফ হোসেন সেক্রেটারি ২৪ নং ওয়ার্ড, মোঃ সুমন শরীফ সভাপতি ২৫ নং ওয়ার্ড, মোঃ আতিফুর রহমান সেক্রেটারি ২৫ নং ওয়ার্ড চাপুলিয়া কেন্দ্র কমিটি পরিচালনায় রয়েছেন আহম্মদ মাসউদ, মোঃ মাকসুদুল ফায়েজ,মোঃ আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।





























