
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নে রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
বুধবার রাতটি যেন তারই সাক্ষী হলো। পরিচিত মুখ, পরিচিত নাম—যারা দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই নেতারাই এবার ভিন্ন পতাকার নিচে দাঁড়ালেন।
বেতগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোহাইমিন ইসলাম মারুফের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১২ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
ফুলের তোড়ায় সাজানো সেই মুহূর্তে রাজনৈতিক পরিচয়ের বদলের সঙ্গে বদলে যেতে দেখা যায় অনেক পুরনো সমীকরণও।
গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলীর উপস্থিতিতে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে ছিলেন রংপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোকাররম হোসেন সুজনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে গত ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন এই নেতারা। সেই ঘোষণার পর বুধবারের যোগদান যেন তারই আনুষ্ঠানিক পরিণতি।
অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষদের জন্য দল সবসময় উন্মুক্ত। মতের ভিন্নতা থাকলেও লক্ষ্য এক—দেশ ও মানুষের এগিয়ে যাওয়া। বেতগাড়ীর রাজনীতিতে এই যোগদান তাই শুধু দলবদল নয়, এটি সময়ের ইঙ্গিত—যেখানে রাজনীতি নতুন করে পথ খুঁজছে।





























