
বিশ্বের শীর্ষস্থানীয় রেকর্ড লেভেলের মধ্যে অন্যতম ওয়ার্নার মিউজিক গ্রুপ। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। এই প্রতিষ্ঠান থেকে প্রকাশ হবে তার গান। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত নোরা ফাতেহি।
তিনি বললেন, ‘ক্যারিয়ারে সাফল্যটা আমি উপভোগ করছি। তবে এই চুক্তি আমার সংগীত ক্যারিয়ারে আন্তর্জাতিক নতুন অধ্যায়। আমার স্বপ্ন একজন বৈশ্বিক সংগীত পারফর্মার হব। ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করব ভেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। আশা করছি তারা আমার লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে।’
শুধু বলিউডের গানেই নয়, নোরা ফাতেহি ইতিপূর্বে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ পারফর্ম করেছেন। যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি এনে দিয়েছে।
এদিকে নোরা ফাতেহি অভিনীত নতুন ছবি ‘ক্র্যাক’ মুক্তি পেয়েছে। এতে অর্জুন রামপাল ও বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে অভিনয় করেছেন নোরা। বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি।







































