
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার ও দুই পয়েন্টসম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।৩মে-২০২৪ দুপুরবেলায় সাময়িক বরখাস্ত হয়েছে বলে জানা যায়।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন স্টেশন মাস্টার হাসেম এবং পয়েন্টসম্যান সাদ্দাম ও মোস্তাফিজুর রহমান।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।





























