
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম উপজেলায়, জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে অষ্টগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে,দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এর পরে উপজেলা সমাজসেবা কার্যালয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আহাদ, সঞ্চালনায় উপজেলা সমাজকর্মী দ্বীন ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সমাজসেবাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনেরসদস্য, ঋণগ্রহীতা,সেবাগ্রহীতা, সম্পাদিকা,ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।





























