
প্রতিশ্রুতিশীল
কণ্ঠশিল্পী শরীফ দীর্ঘদিন ধরেই গান করছেন। ক্যারিয়ারের শুরুতে একক গান করলেও, সম্প্রতি
তিনি আলোচনায় এসেছেন দেশ ও দেশের বাইরের কয়েকজন খ্যাতিমান শিল্পীর সাথে দ্বৈত গান করে।
শরীফ বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ন্যান্সির সাথে ‘প্রেমের খাম’ শিরোনামে একটি রোমান্টিক
গানে জুটি বেঁধেছিলেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাড়া ফেলেছিল।
তারই ধারাবাহিকতায়
কলকাতার শুভমিতার সাথে এবার ‘দৃষ্টিহীন’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন শরীফ। গানটির
গীতিকার ও সুরকার আসাদ আফজাল। এর সংগীতায়োজন করেছেন তানজিম রেজা রোমান্স। গানটির রেকর্ডিং
হয়েছে লন্ডনের আইয়াহ রেকর্ডিং স্টুডিও কলকাতার গান বাজনা স্টুডিওতে। ‘দৃষ্টিহীন’ গানটির
চিত্রায়ণ হয়েছে কলকাতার বারুইপুর এর জমিদার বাগান বাড়িতে। গানটি লন্ডনভিত্তিক ইউটিউব
চ্যানেল ‘3TAAR’- এর ব্যানারে প্রকাশিত হয়েছে। যথারীতি এই গানটিও সর্বমহলের শ্রোতাদের
নজরে এসেছে এবং প্রশংসা কুড়াচ্ছে।
কণ্ঠশিল্পী শরীফ
বলেন, শৈশবেই সঙ্গীতের প্রেমে পড়েছিলাম। একটা সময় আমার প্রিয় শিল্পীদের গান নিজের অজান্তে
গুনগুন করে গাইতাম। সেই থেকে সুরের প্রতি একটি অসম্ভব রকম টান জন্ম নিয়েছে হৃদয়ের গহীনে।
মনে হয়, গান যেন আমার রক্তের সাথে মিশে গেছে। প্রথম যেদিন গান রেকর্ড করেছিলাম আমার
কাছে বিষয়টা একটা স্বপ্নের মত লেগেছিল। এখন ধীরে ধীরে আমি দেশ ও দেশের বাইরের প্রতিষ্ঠিত
শিল্পীদের সাথে দ্বৈত গান করছি। সহশিল্পীরা আমার গায়কীর প্রশংসা করছেন এবং শ্রোতারাও
আমার গান সাগ্রহে শুনছেন। এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। আমি চাই, সুরের আকাশে
নিজস্ব একটা অবস্থান তৈরী করতে। যার জন্য সবার সমর্থন ও ভালবাসা প্রয়োজন।
কণ্ঠশিল্পী শরীফ
জানান, তার হাতে বর্তমানে বেশ কিছু গান তৈরী অবস্থায় আছে। শীঘ্রই এগুলো ভিডিও আকারে
বাজারে আসবে। এর মধ্যে বলিউড শিল্পী অন্বেষার সঙ্গে আধুনিক গানটি নিয়ে তিনি বেশ আশাবাদী।







































