
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ 'হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক' এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে বিভিন্ন ধরনের ২২ টি যানবাহনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানিয়েছেন- অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়াও তিনি আরও জানান- মহাসড়কে দুর্ঘটনা রোধে ও যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে। এব্যাপারে পরিবহন শ্রমিক, চালক-হেল্পারদেরকের সঙ্গে যথাযথ নিয়মানুযায়ী হাইওয়ে পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
আলোকিত সকাল/ফাহাদ





























