
এ প্রজন্মের চিত্রনায়িকা মারজান জেনিফা। ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে জুটি বেঁধে চলচ্চিত্রে নাম লেখান তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। মারজান জেনিফা এখন পুরোদস্তুর ব্যবসায়ী।
বেশ আগে ব্যবসায় নাম লেখান এই নায়িকা। এবার ‘এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল’-এর শোরুম খুললেন তিনি। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় এই শো-রুম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক জুবায়ের, মারজান জেনিফার প্রমুখ।
‘ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা’সহ একাধিক ব্যবসা পরিচালনা করছেন তিনি। তবে সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন এই নায়িকা। খুব শিগগির প্রযোজক হিসেবে হাজির হবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, ‘মুসাফির-টু’ নির্মাণের পরিকল্পনা করছেন। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি।







































