
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাননি নুসরাত জাহান। তার বদলে বসিরহাট কেন্দ্রের দলটি বেছে নিয়েছে হাজি নুরুল ইসলামকে। এ নিয়ে অবশ্য এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।
তবে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে এমন এক ক্যাপশনে লিখেছেন তিনি, যা দেখে অনেকের ধারণা, নুসরাতের এই পোস্ট একেবারেই টিকিট না পাওয়ার ক্ষোভ! পোস্টটি একেবারেই ইঙ্গিতপূর্ণ।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। যেখানে তাকে দেখা গেছে, রেস্তরাঁয় ভোজ সারছেন। সামনে রয়েছে এক প্লেট ‘সাওয়ারডো’। যা কি না একটি টক স্বাদের খাবার। এই ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আমি টক মানুষের চেয়ে এই সাওয়ারডো বেশি পছন্দ করি।’
গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নুসরাত। রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তবে পাঁচ বছরে বারংবার তার কেন্দ্রে জমা বিতর্কের আগুনে ‘ঠাণ্ডা’ পদক্ষেপ নিয়ে সমালোচনায় জড়ান নুসরাত।







































