
অবশেষে এল মুক্তি। রিয়া এখন থেকে আরেকটু স্বাধীনতা ভোগ করার অধিকার পাচ্ছেন। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অভিযুক্ত প্রেমিকা রিয়া চক্রবর্তী অব্যাহতি পেয়েছেন মামলা থেকে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে জেলে গিয়েছিলেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন সেখানে থাকতে হয়েছিল তাকে। তারপর জেল থেকে মুক্তি পেলেও দেশের বাইরে বের হওয়ার ব্যাপারে বিধিনিষেধ ছিল তার। সেই নিষেধ থেকেও এবার অব্যাহতি পেয়েছেন রিয়া চক্রবর্তী। এতদিন সিবিআই তার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি রেখেছিল। একই নির্দেশ ছিল তার ভাই শৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর বিরুদ্ধেও।
গত বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট এই পরিবারের ওপর থেকে সেই নির্দেশ তুলে নিয়েছেন। এখন থেকে দেশের বাইরে যাওয়ায় আর কোনো বাধা রইল না রিয়া ও তার বাবা, ভাইয়ের।
সুশান্তের মৃত্যুর পর সেটাকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারেনি তার ভক্তরা। মাদকসেবন করিয়ে তাকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ উঠেছিল রিয়ার বিরুদ্ধে। ছেলের মৃত্যুর জন্য রিয়াকে দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা। ফলে জেলেই যেতে হয়েছিল রিয়াকে। মুম্বাইয়ের জেলে বন্দি ছিলেন রিয়া। এমনকি রিয়ার ভাই শোইক চক্রবর্তীকেও জেল খাটতে হয়েছিল। তারপর একটু একটু করে জট খুলতে শুরু করে তার কঠিন জীবনের।
২০২২ সালে ‘সুপারমাচি’ ছবিতে দেখা যায় রিয়াকে। এর আগে ২০২১ সালে ‘চেহরে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১২ সালে তেলেগু ছবি ‘তুনেগা তুনেগা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ভিডিও জকি হিসেবে টেলিভিশনে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০১৯ সাল থেকে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই বাঙালি অভিনেত্রীর।







































