
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আজ আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
এ সময় আসামি পক্ষ জামিনের আবেদন এবং তার শারিরীক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তির আবেদন করলে দ্রুত বিচারকের আদালত না থাকায় জামিন শুনানি হয়নি। এছাড়াও আসামির রিমান্ড আবেদনের বিষয়ে আজ কোন আদেশ দেননি আদালত।
গতকাল রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এমএ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।
৪ আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়।
এ সময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম বলেন, ‘গত ৪ আগস্ট ছাত্র জনতা ও আইনজীবীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে এমএ মান্নানসহ আ.লীগ, ছাত্রলীগের স্পষ্ট হুকুম ও মদদে হামলা ও নির্যাতন চালানো হয়। এই হামলায় অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এই ঘটনায় দ্রত বিচার ট্রাইবুনালে ৯৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। এ মামলা সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে গ্রেপ্তার করা হয়। আজকে ওই মামলায় তাকে আদালতে তোলা হয়।







































