
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত জাতীয় পর্যায়ে বার বার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত এসইএফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ নভেম্বর শনিবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় শাহীন স্কুল সজবরখিলা শাখায় চতুর্থ বারের মত এসইএফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে শেরপুর জেলার ১৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শাহীন স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল বলেন, শিক্ষার মানোন্নয়নে গুণগত,মানসম্মত ও আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। সারা বাংলাদেশে ৮ টি বিভাগীয় শহর সহ ৩৪ জেলায় ঐতিহ্যবাহী শাহীন শিক্ষা পরিবারের ১৩৮ টি ক্যাম্পাসে এক যোগে ও অভিন্ন প্রশ্নপত্রে দুই ধাপে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একসাথে এত বড় পরিসরে এতগুলো শিক্ষার্থী নিয়ে মেধা প্রতিযোগিতার এই আয়োজন শিক্ষার্থীর নিজের সাথে নিজের প্রতিযোগী মনোভাব তৈরি করবে। "
মনিকা সাহা নামের এক অভিভাবক বলেন, আমার বাচ্চাকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ালাম যাতে এর মাধ্যমে ওর মাঝে যেনো প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে। বৃত্তি পাওয়া টা এখানে বড় বিষয় নয়।
উল্লেখ্য শিক্ষার্থীদের সাফল্যময় ভবিষ্যৎ ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অগ্রগামী করতেই বিগত ৩৫ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে শাহীন শিক্ষা পরিবার।
বৃত্তি পরীক্ষার ফলাফল ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ, সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।





























