
মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি।। শরীয়তপুরের রূদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামূখী এলাকার স্থানীয়দের উদ্যোগে আত্মপ্রকাশিত হয়েছে সামাজিক সংগঠন
পূর্ব সোনামূখী জনসেবা ফাউন্ডেশন।।শুক্রবার বিকাল ৪ টার সময়
৮০ নং পূর্ব সোনামুখী তালুকদার বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি মোঃ বোরহান উদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মহিবুল্লাহ তালুকদার কে চেয়ারম্যান ও মোঃ নাজমুল বেপারী কে সেক্রেটারি করে কমিটি ঘোষণা করা হয়। এসময় নবনির্বাচিত পূর্ব সোনামূখী জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ তালুকদার বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে একার পক্ষে বড় কিছ করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেককিছুই করা সম্ভব। একারণেই আমরা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহণের মাধ্যমে এ সংগঠন দাঁড় করিয়েছি। সমাজের ভালোকাজে আমরা সবসময় সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে ইনশাআল্লাহ।





























