
আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন। এই সম্মাননা তাঁর পেশাগত দায়িত্বে নিষ্ঠা, দক্ষতা ও জনসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণ করে ওসি মনির হোসেন বলেন, "আলহামদুলিল্লাহ! শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার লাভ করায় আমি গর্বিত ও কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই চট্টগ্রামের মাননীয় পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম মহোদয়ের প্রতি, যাঁর প্রেরণা ও দিকনির্দেশনা আমার কাজের মূল চালিকাশক্তি।"
তিনি আরও বলেন, "এই অর্জন শুধুমাত্র আমার একার নয়, আনোয়ারা থানার সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাঁদের একাগ্রতা ও সহযোগিতা ছাড়া এই সম্মাননা অর্জন সম্ভব হতো না।"
ওসি মনির হোসেনের এই অর্জন থানার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। পুলিশ বিভাগের মধ্যে তাঁর এই সাফল্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।





























