
মাসুদ রানা: সুজানগর
আগামী ৮ই মে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সুজানগর উপজেলা । প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ ও মিছিলে মিছিলে নির্বাচনি উৎসব শুরু হয়েছে পুরো উপজেলা জুড়ে। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে শুরু হয়েছে প্রার্থীদের পোস্টার টাঙানো ও প্রচার-প্রচারণা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জনগণের মধ্যে নির্বাচনি আমেজ বাড়ছে। উপজেলার বিভিন্ন মোড়ে, চায়ের দোকানে, হোটেল-রেস্টুরেন্টে চলছে ভোটের গল্প। কে কাকে ভোট দেবেন, এ নিয়ে আগে থেকেই একজন আরেকজনের সাথে পরামর্শ করছেন।
এদিকে, এই নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লায় প্রার্থীদের সাদাকালো বিভিন্ন ডিজাইনের পোস্টার টাঙানো হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ বইছে সুজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে। প্রার্থীদের প্রচারণা যেমন জমেছে বেশি, তেমনি পোস্টারের ছড়াছড়ি। উপজেলার এমন কোনো সড়ক নেই যা রয়েছে পোস্টার ছাড়া। কার চেয়ে কে বেশি পোস্টার লাগাবে-তা নিয়ে যেন চলছে প্রতিযোগিতা।
জানা যায়, প্রতিদিন প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে চলছে মাইকিং। এক প্রার্থীর প্রচার গাড়ি যেতে না যেতেই হাজির হচ্ছে আরেক প্রার্থীর প্রচার মাইক। দিন-রাত সমানতালে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উপজেলা এবং অন্যান্য ইউনিয়ন গুলোতে পোস্টার-ব্যানার প্রার্থীদের পরিচয় যেমন তুলে ধরছে। তেমনি গ্রাম-গঞ্জেও নির্বাচনের আবহ সৃষ্টি করেছে। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে সুজানগর উপজেলা জুড়ে প্রধান সড়কসহ প্রতিটি অলিগলিতে পোস্টার-ব্যানার লাগানো শুরু হয়েছে।
ভোটাররা বলছেন, পোস্টারে থাকা সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দুই তিনজন প্রার্থী ভোটারদের কাছে অপরিচিত। ছবিতেই তাদের প্রথম দেখা যাচ্ছে। তবে পোস্টার-ব্যানার নয়, যোগ্য প্রার্থী দেখেই এবার তারা ভোট দেবেন।
সুজানগর উপজেলার ভোটার মো: সুমন সরদার জানান, অন্য নির্বাচনের চেয়ে এ নির্বাচনটা অনেক জমে উঠেছে। পুরো উপজেলা পোস্টারে ছেয়ে গেছে। অপেক্ষায় আছি কখন ৮ই মে আসবে। নিজের পছন্দের প্রার্থীকে ও যোগ্য ব্যক্তি দেখে ভোট দেব।































