
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নে শিয়ালের উৎপাতে ভীত সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের গবাদি পশু।
জানা যায়, আজ ২৯ এপ্রিল ২০২৪ খ্রীঃ সোমবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩নং ধলা ইউনিয়নের বাঘপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। ছাগল খামারী আলী হায়দার (৭৮) জানান যে, সকাল সাড়ে দশটার দিকে পাঁচ ছয়টি শিয়াল রাস্তার পাশে বেঁধে রাখা ৩টি ছাগলের বাচ্চার উপর হামলা করে শষ্য জমিতে নিয়ে যায়। তারপর এলাকাবাসীর যৌথ প্রচেষ্ঠায় ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ছাগলের বাচ্চার মধ্যে শিয়ালের কামড়ের ক্ষতের চিহ্ন আছে। কিছুদিন পূর্বেও ঘরের গ্রীল ভেঙে তার আরো একটি মধ্যে বয়সি ছাগল শিয়ালে খেয়ে ফেলার ঘটনা ঘটে। দিনেদুপুরে লোকারণ্যয় এমন কান্ড এলাকাবাসী তাদের গবাদি পশু নিয়ে চিন্তিত। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, উক্ত গ্রামের গোলাম রাব্বানীর ২টি ছাগল, শিল্পী আক্তারের ২টি ছাগল, মুখলেস মিয়ার ১টি ও লুকতেন্নেছার ১টি ছাগল শিয়ালে খেয়ে ফেলে। এছাড়াও গৃহস্থের ঘর থেকে প্রতিনিয়তই হাঁস মুরগী নিয়ে যাওয়ার ঘটনা ঘটে চলেছে। শিয়ালের আক্রমনে অতিষ্ঠ এলাকাবাসী। সন্ধ্যায় গ্রামের মেটোপথে শিশু কিশোর সহ সাধারণ মানুষ চলতে ভয় পায়। উল্লেখ্য ইতি পূর্বেও কিশোরগঞ্জ সদর উপজেলায় পাগলা শিয়ালের কামড়ে তিনজন গুরুতর আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তির খবর শোনা যায়। হঠাত করে কেন শিয়ালের এই উপদ্রব? এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।




































