
ভারতের ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়া সিনেমা কমপিটিশন বিভাগে অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উৎসবে যোগ দেওয়ার ভারতের ভিসার অপেক্ষায় আছেন এই অভিনেত্রী।
সময়ের আলোকে বাঁধন বলেন, ‘সবকিছু ঠিকঠাক ছিল, আগাম টিকিটও করা ছিল। কিন্তু পাসপোর্ট তুলতে গিয়ে দেখলাম আমাকে ভিসা দেওয়া হয়নি।’
কেন এমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমন্ত্রণপত্রে লেখা আছে টুরিস্ট ভিসায়ও ফেস্টিভ্যালে অংশ নেওয়া যাবে। এ কারণে আমি টুরিস্ট ভিসার আবেদন করেছি। ভারতে আমি কোনো সিনেমার শুটিংয়ে যাচ্ছি না। অ্যাপ্লাই করার সময় ভিসা ক্যাটাগরি নির্বাচনেও কোনো ভুল করিনি। তারপরও কেন ভিসা পেলাম না, জানি না।’
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে দেখি ভিসা পাইনি। মনটা খারাপ হয়ে গেল। আবারও আবেদন করেছি। দেখি কী হয়।’
ভিসা না পাওয়ায় মনটা খারাপ অভিনেত্রীর। বাঁধন বলেন, ‘এ উৎসবে জুরি হিসেবে আমন্ত্রণ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের ব্যাপার। যে ঘটনাটি ঘটল, সেজন্য খুব খারাপ লাগছে। যেহেতু আবার আবেদন করেছি, আশা করছি দূতাবাস আমাকে ভিসা দেবে।’
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৯ ফেব্রুয়ারি, চলবে ৭ মার্চ পর্যন্ত। এই উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টিরও বেশি দেশের ২ শতাধিক সিনেমা।







































