
তানজিল সরকারঃ ভৈরব প্রতিনিধি
তীব্র তাপদাহে পুড়ছে প্রাণিকুল। রোদের তাপে নাভিশ্বাস জনজীবন। প্রায় দুই সপ্তাহ ধরে তাপমাত্রা অগ্রগতি তে জনজীবন ঝুঁকিতে রয়েছে। তাই সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশান্তি এনে দিতে কিশোরগঞ্জের ভৈরবে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ভৈরব উপজেলার দূর্জয় মোড় এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দল ও সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব শাখার আয়োজনে ১হাজার পথচারীর মাঝে স্যালাইন ও শীতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলহাজ্ব নিয়াজ মোর্শেদ আঙ্গুর, সৌদি আরব প্রবাসী পরিষদ বিএনপি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আলম জনি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, আলী হাবিব সুজন, মিজানুর রহমান, পিন্টু মিয়া, এনকে সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য কাউছার আহমেদ,
হাবিব মিয়া, গজারীয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান, শিবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম কামরুল, শিমুল কান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোর্শেদ আলম, আল আমিন মেম্বার, মোঃ আলমগীর , যুগ্ম আহবায়ক মোঃ শুরাফ, যুগ্ম আহবায়ক কাউসার মিয়া, যুগ্ম আহবায়ক মো: রিদয় মিয়া প্রমুখ।
আলহাজ নিয়াজ মোর্শেদ আঙ্গুর বলেন,কয়েকদিন ধরে তীব্র তাপদাহে কারণে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের অভিভাবক জননেতা শরীফুল আলম সাহেবের পক্ষ থেকে তীব্র তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকসহ পথচারীদের কিছুটা স্বস্তি দিতে ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের এ ক্ষুদ্র আয়োজন ।




































