
শাকিল প্রধান
গজারিয়া উপজেলায় সোমবার উষ্ণ, আবেগময় ও আনন্দঘন পরিবেশে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ও প্রাথমিক গণ্ডি পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে নতুন যাত্রার দিকনির্দেশনা দিতে ৭৫নং বড়ইকান্দি ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ( ১৫ ডিসেম্বর ) একাডেমী চত্বরে প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ও এস.এম.সি কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাবেক অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী মো ছানাউল্লাহ মোল্লা, পিটিআই কমিটির সভাপতি এ্যাডঃ খন্দকার মোঃ মনিরুজ্জামান সুমন,
ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও এস, এম সি কমিটির সদস্য মো শাহাদাত হোসেন সায়মন, এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোফেজা রহমান, খোরশেদা আক্তার, নাসিমা আক্তার,, শবনম আক্তার, তানজিমা আক্তার, সমাজসেবক মিন্টু খন্দকার, যুগান্তর প্রতিনিধি আমজাদ মোল্লা, সমাজ সেবক সালাউদ্দিন খন্দকার, শরিফ প্রধান,হাসান খন্দকার, সোলাইমান মোল্লা, ইয়াছিন মোল্লা, আলাউদ্দিন মোল্লা , মহিউদ্দিন মিয়া, শরিফ মোল্লা
প্রমুখ।প্রধান অতিথি বক্তব্যে বলেন, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, যা পরবর্তী শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলে। মনোযোগ, শৃঙ্খলা, সততা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে বলে মতামত দেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, শুভেচ্ছা কার্ড ও স্মারক উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীরা বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অনুভূতি তুলে ধরে। তারা জানায়, শিক্ষকদের স্নেহ, আন্তরিকতা ও সহযোগিতা তাদের প্রাথমিক শিক্ষাজীবনকে আনন্দময় করেছে।বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ৫ম শ্রেণীর শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষপর্যন্ত দোয়া মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।




































