
আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের এবারের মৌসুম। আজ ঘোষণা করা হয়েছে ২০২৪ আইপিএলের আংশিক সূচি।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাধারণত আইপিএলের প্রথম ম্যাচে সর্বশেষ আসরের ফাইনাল খেলা দুই দল মুখোমুখি হলেও এবার ব্যতিক্রম হচ্ছে। গতবার গুজরাট টাইটানসকে হারিয়ে শিরোপা জিতেছিল চেন্নাই।
তবে ভারতে জাতীয় নির্বাচনের কারণে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করা হয়নি। এ বছরের এপ্রিল-মে মাসে হওয়ার কথা ভারতের নির্বাচন। নির্বাচন কমিশন সেটির দিন-তারিখ ঘোষণা করার পর আইপিএলের পরের ধাপের সূচি ঘোষণা হতে পারে।
প্রথম ধাপে ‘ডাবল-হেডার’ বা এক দিনে দুটি করে ম্যাচ রয়েছে চার দিন। ২৩ মার্চ ঘরের মাঠে পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, এরপর ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। পরদিন, রাজস্থান রয়্যালস খেলবে তাদের প্রথম ম্যাচ, জয়পুরে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেদিন সন্ধ্যায় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠ আহমেদাবাদে আইপিএল শুরু করবে গত বারের রানার্সআপ গুজরাট।
এবারের আইপিএলের প্রথম ম্যাচ দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।







































