
মো: ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি :মেঘালয়ের কোল ঘেষা বাংলাদেশের সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের অন্তর্গত ঘাঘড়া লস্কর খান মসজিদ মোগল শাষনামলের ইসলামী স্থাপত্যরীতির অন্যতম প্রাচীন নিদর্শন।
মোঘল শাষনামলে মসজিদটি নির্মিত হয়। ঘাঘড়া লস্কর গ্রামের খান বাড়িতে ছোট্ট অনবদ্য মসজিদটি মোঘল স্মৃতিচিহ্ন নিয়ে এখনো সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে এ গ্রামের নাম অনুসারে মসজিদটি ঘাঘড়া লস্কর খান বাড়ি জামে মসজিদ হিসেবে সুপরিচিতি পেয়েছে।
মসজিদটির গায়ে খোদাইকৃত একটি কষ্টিপাথরের ফলক হতে জানা গেছে বক্সার বিদ্রোহের নেতা হিরঙ্গী খান এ মসজিদটি ৫৮ শতাংশ জমির উপর নির্মাণ করেন। এরপর আজিমোল্লাহ খান মসজিদটি পুনঃপ্রতিষ্ঠা করেন।
৩০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি মাত্র বড় গম্বুজ এর মসজিদটি দাঁড়িয়ে। এ গম্বুজ কে ঘিরে আছে ছোটবড় ১০ টি মিনার।মসজিদটির উত্তর ও দক্ষিণ পাশে দুটি জানালা আছে। ভিতরে ২ সুদৃঢ় খিলান আছে। মসজিদটিতে মোট ৩০ জন মূসল্লী প্রতিদিন
নামাজ আদায় করেন। বাইরের অংশে নামাজ পডতে পারেন আরও ১০০ জন।
৪ ফুট প্রসস্থ দেয়াল দিয়ে নির্মিত অত্যন্ত অপরুপ সৌন্দর্য মন্ডিত দৃষ্টি নন্দিত মসজিটি সত্যি দেখতে অসাধারণ।
১৯৯৯ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়।
সম্প্রতি মসজিদের সম্মুখভাগে থাকা মূল্যবান কষ্টিপাথরের নামফলকটি চুরি হয়ে গেছে।





























