
সুজন তালুকদার
ছাতক প্রতিনিধি
ছাতকের বুড়াইরগাঁও বাজারে আল জাজিরা কিন্ডারগার্টেনে মা সমাবেশ ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় কিন্ডারগার্টেনের সভাপতি আবুল বশর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়সল আহমদের পরিচালনায় আনুষ্ঠানিক ভাবে মা সমাবেশ এর মধ্যদিয়ে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্টানের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনিরগাঁতি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল করিম, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদ, মাই আইএলটিএস এর সিইও মাহবুবুল হাসান জুয়েল, ম্যানেজার আব্দুল লতিফ, ডাঃ মোঃ আজহার আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসাইন, ডাক্তার আব্দুল মালেক, সাইফুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৫ম শ্রেণির ছাত্রী ফাতেমা মালেক সোনালী ও ৪র্থ শ্রেণির ছাত্র শাহরিয়া নাদিম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আলী আসগর পরীক্ষায় সকল শিক্ষার্থী ভালো ফলাফল করায় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান এবং শিক্ষক মন্ডলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।উল্লেখ্য যে আল-জাজিরার কিন্ডারগার্টেনে এবছরে মোট ১৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ সাফল্য অর্জন করেছেন। এর মধ্যে A+ পেয়েছে ৭৮ জন, A পেয়েছে ৩৭ জন, A- পেয়েছে ১১জন।





























