
মোঃ রিপন মুন্সী আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাসিক অপরাধ সভায় গ্রেফতারি পরোয়ানা তামিলে পুরস্কৃত হয়েছেন আমতলী থানার এএসআই জসিম উদ্দিন সিকদার।
আর সোমবার(২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার কার্যালয় এক মাসিক পারফরমেন্স সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, এ পারফরম্যান্স সভায় বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত ই খোদা মাসিক অপরাধ গ্রেফতারি পরোয়ানা তামিলের তালিকা পর্যালোচনা করে মোট ৪ জনকে পুরস্কৃত করেন।
এতে আমতলী থানার এএসআই জসিম উদ্দিন সিকদার পুরস্কার পেয়েছেন। এ পুরস্কার বরগুনার পুলিশ সুপার বরকত ই খুদা নিজের হাতে প্রদান করেন।
এ সভায় বরগুনা জেলার আমতলী তালতলী বামনা পাথরঘাটা ও বরগুনা জেলার সকল থানার মাসিক পারফরমেন্স সভায় পুরস্কার প্রাপ্ত এস আই বৃন্দরা ও পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্ত আমতলী থানার এএসআই জসিম উদ্দিন সিকদার বলেন,আমি বাংলাদেশ পুলিশের যেদিন যোগদান করেছি, সেদিন থেকেই শপথ করেছি সরকারের কোন দায়িত্বে অবহেলা করব না।এবং সক্রিয়ভাবে পুলিশের যথাযথ কার্যক্রম মেনে সারা জীবন চাকরি করে যাব।এবং সারা জীবন পুলিশের প্রতি ভালোবাসা অটুট থাকবে।আজকে পুরস্কার আমার শ্রমের সুফল। এটা আমার পরিশ্রমের প্রাপ্যতা।





























