
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ" এ শ্লোগানে নোয়াখালীর সেনবাগে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি কে কেন্দ্র করে এক র্যালী ও সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার নজরুল ইসলাম টিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো: নুরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাছিনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্রাইভিং ইন্সট্রাক্টর আব্দুল শুক্কুর সজল, ইংরেজি ভাষা প্রশিক্ষক আব্দুল্লাহ আল আদিল।
দালাল চক্রের খপ্পর থেকে রক্ষা পেতে ও দক্ষ প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন লিবিয়া ফেরত অভিবাসী রিয়াদ হোসেন। আগুনে পুড়ে যখন জীবন বিপন্ন ও হতাশ হওয়ার পথে তখন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্প পাশে এসে দাঁড়িয়ে জীবনকে উজ্জীবিত করার কথা জানিয়ে বক্তব্য রাখেন সৌদি ফেরত অভিবাসী আব্দুল্লাহ আল মামুন।




































