
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনজন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে পৌনে ৩টার মধ্যে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, ওই রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রতিটি বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুট করে নেয়।
দয়াল রায়ের বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপা ও নগদ ১০ হাজার টাকা, রাজন রায়ের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৫ ভরি রুপা ও ৬০ হাজার টাকা এবং সুজন রায়ের বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ১০০ ভরি রুপা ও নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ডাকাতির সময় পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন রায়ের ছেলে দয়াল রায়, তাঁর ভাগ্নে রাজন রায়, ভাগ্নে জামাতা সুজন রায় এবং প্রতিবেশী সিয়ামকে গুরুতর জখম করে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সুজন (২৬) নামের একজন ডাকাতকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি নিজেও এলাকা পরিদর্শন করেছেন। গ্রেপ্তার হওয়া ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।





























