
মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :কোনো ধরনের নিয়ম-কানুন অনুসরণ না করেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) পরিচালিত বাগাতিপাড়া টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে থাকা তিনটি মেহগনি গাছ কাটা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের কোনো দাফতরিক অনুমতি ছিল না বলে জানা গেছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে টেলিফোন এক্সচেঞ্জের গাছগুলোর কারণে নিজের বাড়ির চালের ক্ষতি হচ্ছে এমন অভিযোগ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টেলিফোন এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন স্থানীয় বাসিন্দা আজাহার আলী আদু। এরপর কোনো ধরনের অনুমতি ছাড়াই তিনি ও টেলিফোন এক্সচেঞ্জের স্থানীয় অস্থায়ী কর্মচারী আলমগীর হোসেন দুটি গাছের অর্ধেক অংশ এবং একটি গাছের কিছু ডাল কেটে নেন।এ বিষয়ে আজাহার আলী আদুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইউএনও স্যারের সুপারিশেই বাগাতিপাড়া টেলিফোন এক্সচেঞ্জের দুটি গাছের মাথার অংশ কাটা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কোনো গাছ কাটিনি।”অন্যদিকে টেলিফোন এক্সচেঞ্জের অস্থায়ী কর্মচারী আলমগীর হোসেনের কাছে ইউএনও কর্তৃক সুপারিশপত্রের কপি চাইলে তিনি জানান, “এসব কাগজপত্র আজাহার আলী আদুর কাছেই আছে। ইউএনও স্যারের অনুমতিতেই গাছগুলোর কিছু অংশ কাটা হয়েছে।”নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, “যেভাবে গাছগুলোর অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে, তাতে কয়েক দিনের মধ্যেই গাছগুলো মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।”এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “প্রতিনিয়ত অনেকেই গাছ কাটার জন্য আবেদন করেন। তবে যথাযথ তদন্ত ছাড়া কাউকে গাছ কাটার অনুমতি দেওয়া হয় না। আমার জানা মতে টেলিফোন এক্সচেঞ্জের ওই গাছগুলো কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।





























