
মোঃ জমশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বড়াল সভাকক্ষে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার ও বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।
এছাড়াও সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।





























