
আব্দুল গফুর, নন্দিগ্রাম বগুড়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক এমপি মোশারফ হোসেন।সোমবার (২৯ ডিসেম্বর) কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি উক্ত মনোনয়নপত্র জমা দেন।এসময় কাহালুতে কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজন নেতা এবং নন্দীগ্রামে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারন সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শাম্ত সহ ৫ জন নেতা উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র জমা দেওয়া শেষে নেতাকর্মীদের নিকট সংক্ষিপ্ত দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৩ জানুয়ারী মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারন করেছেন নির্বাচন কমিশন





























