
মো: সজিব খান (শিবচর)
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫। মোঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) প্রথম প্রহরে শিবচর উপজেলা প্রশাসন ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরন করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান ও সহকারী কমিশনার (ভুমি) শাইখা সুলতানা। এরপর উপজেলার মুক্তিযোদ্ধাগন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এরপর সকাল ৯ টায় হাতিরবাগান মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এখানে প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ছাড়াও শিক্ষক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও অভিনয় সবাইকে মুগ্ধ করে। এরপর শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয়া হয়। এদিকে বিকালে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনায় তাদের কৃতিত্ব তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার ইবনে মিজান ও শাইখা সুলতানা। এ সময় তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। দিনের শেষ অংশে শিল্পকলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে উপজেলার বিভিন্ন শিল্পীগন নাচ ও গান পরিবেশন করেন। উল্লেখ্য, শিল্পকলা চত্বরে আয়োজিত বিজয় মেলায় এ সময় উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মত।




































