
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখিল বাজার পৌরসভা ভবনের পিছনে সেন্টার পয়েন্ট সংলগ্ন মাঠে চাটখিল বয়েজ ক্লাব কতৃক আয়োজিত নাইট চাইনিজ বার টূর্ণামেন্ট ২০২৪ইং অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় পৌর সেভেন স্টার একাদশ বনাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর সিটি এফসি একাদশের মধ্যকার খেলা দিয়ে টূর্ণামেন্টের উদ্বোধন হয়। দুই দলের খেলায় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়।
খেলায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর এফসি একাদশ পৌর সেভেন স্টার একাদশের সাথে ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে।ম্যাচের সেরার খেলোয়াড় নির্বাচিত হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর এফসি একাদশের ১৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সৈকত।খেলা পরিচালনা করেন জনাব মোতালেব হোসেন জুয়েল।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সরকারী কমিশনার (ভূমি) জনাব আকিব উসমান,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ উদ্দিন চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক জনাব মাসুদ হাজী,জনাব বেলায়েত হোসেন ,বিশিষ্ট সমাজ সেবক জনাব জাহাঙ্গীর খান রাসেল,আবু নাসের স্বপন।
খেলার সভাপতিত্ব করেন চাটখিল বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফজলুল করিম বাচ্চু।টূর্ণামেন্ট পরিচালনা কমিটির রবিউল হোসেন বাবু,স্বপন,গিয়াস,ফিরোজ,ফাহিম,রাকিব সহ কমিটির আরো অনেকে উপস্থিত উপস্থিত ছিলেন।





























